Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সিলেট এর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম! !!!


এক নজরে

১.

জেলার নামঃ

সিলেট

২.

সীমানাঃ

উত্তরে-ভারতের খাসিয়া-জৈন্তাপুর পাহাড় (ভারতের মেঘালয় রাজ্য), দক্ষিণে- মৌলভীবাজার জেলা, পূর্বে- ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা (ভারতের আসাম রাজ্য) ও পশ্চিমে- সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা।

৩.

আয়তনঃ

৩৪৫২.০৭ বর্গ কিলোমিটার বা ১৩৩২.০০ বর্গমাইল।

৪.

উপজেলা সংখ্যাঃ

১৩টি।

৫.

থানার সংখ্যাঃ

১৭টি।

৬.

সিটি কর্পোরেশনঃ

১টি (ওয়ার্ড সংখ্যা-২৭টি)

৭.

পৌরসভা সংখ্যাঃ

৪টি (গোলাপগঞ্জ-’ক’ শ্রেণী, বিয়ানীবাজার- ’খ’ শ্রেণী,জকিগঞ্জ ও কানাইঘাট- ’গ’ শ্রেণী)

৮.

ইউনিয়ন সংখ্যাঃ

১০৫ টি।

৯.

গ্রামঃ

৩,৪৯৭টি।

১০.

জনসংখ্যাঃ

৩৫,৬৭,১৩৮ (২০১১ অনুযায়ী) (পুরুষ ১৭,৯৩,৮৫৮ জন এবং মহিলা ১৭,৭৩,২৮০ জন)।

১১.

জনসংখ্যার ঘনত্বঃ

৯৯৫ জন প্রতি বর্গ কিলোমিটার (২০১১)।

১২.

শিক্ষার হারঃ

৫১.২%।

১৩.

চাষযোগ্য কৃষি জমির পরিমাণঃ

২,০৮,৮০০ হেক্টর।

১৪.

প্রধান প্রধান নদীঃ

সুরমা ও কুশিয়ারা ।

১৫.

প্রধান প্রধান হাওরঃ

সিংগুরা, জিলকা, টাতলা, হাকালুকি, নাবাইয়া ইত্যাদি।

১৬.

মোট খাস জমিঃ

৬৭,৯৭১.৭১ একর ।

১৭.

খনিজ দ্রব্যঃ

প্রাকৃতিক গ্যাস, খনিজ পাথর, বালি, তৈল।

১৮.

চালকলের সংখ্যাঃ

মেজর- নাই ।

 

 

অটোমেটিক/সেমি অটো-৮৯ টি।

 

 

হাস্কিং- ১৪৩টি।

১৯.

প্রধান প্রধান কৃষি পণ্যঃ

ধান, চা, রাবার, তেজপাতা,কমলালেবু, বাঁশ, বেত, পান ইত্যাদি।

২০.

চা বাগানের সংখ্যাঃ

১৯টি।

২১.

উল্লেখযোগ্য দর্শনীয় স্থানঃ

হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার, জাফলং, তামাবিল, রাতারগুল, পান্থমাই, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, লালাখাল, এমএজি ওসমানী জাদুঘর ইত্যাদি।

২২.

জেলার প্রধান প্রধান নৃ-গোষ্টিঃ

মনিপুরী, পাত্র, খাসিয়া, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল।